Monday, October 31, 2011

A 2 Z of Freelancing

এটা  আমার বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য ! আমি এটি জাকারিয়া স্বপন সম্পাদিত  মোঃ জাকারিয়া চৌধুরী লিখিত মাসিক  "সি নিউজ" ম্যাগাজিনের " সংখা থেকে হুবহু তুলে  প্রকাশ করছি ! আশাকরি পাঠকেরা এতে উপকৃত হবেন ! The readers other than Bengali can read out this topic by using Google translator which is used as link in this blog's sidebar.


ফ্রিল্যান্স আউটসোর্সিং-এর আদ্যোপান্ত
 



একটা সময় ছিল যখন পড়ালেখা শেষ করে একজন তরুনকে একটি চাকুরীর জন্য বিভিন্ন কোম্পানীর দ্বারে দ্বারে ঘুরতে হত। কিন্তু চাকুরী যেন সোনার হরিণ-এর মত অধরা থেকে যেত। যদিওবা চাকুরী পাওয়া গেল কিন্তু থাকত না অর্জিত শিক্ষার সাথে কোন সম্পর্ক। পাওয়া যেত না যোগ্যতার উপযুক্ত সম্মান। আর এখন তরুনরা একটা চাকুরীর জন্য বসে নেই, নিজেরাই খোঁজে নিয়েছে নিজেদের ভাগ্য পরিবর্তনের চাকা। ...ভাবছেন স্বপ্ন দেখাচ্ছি, সত্যি করে বলতে কি ইন্টারনেটে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর বদৌলতে ঠিক এরকম একটা ব্যাপার আমাদের দেশে ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। ইতোমধ্যে আমাদের দেশে এরকম কয়েকশত অনলাইন ফ্রিল্যান্সার রয়েছেন যারা নিয়মিতভাবে আউটসোর্সিং এর কাজগুলো করে থাকেন। এদের মধ্যে অনেকে রয়েছে যারা পড়ালেখা শেষ করে কোন চাকুরীতে যোগ না দিয়ে সরাসরি অনলাইনে ফ্রিল্যান্সিং করছেন। অনেকে আবার অন্যদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করছেন। কিন্তু ব্যাপারটা বেশিরভাগের কাছে পরিষ্কার না হওয়ায় আউটসোর্সিং এর বিশাল বাজারে ভারত বা পাকিস্তানের মত আমরা সেইভাবে প্রবেশ করতে পারিনি। তাই ফ্রিল্যান্স আউটসোর্সিং এর আদ্যোপান্ত নিয়ে আমার এই লেখা।


আউটসোর্সিং:
প্রথমেই দেখে নেয়া যাক আউটসোর্সিং এবং অফশোর আউটসোর্সিং (Offshore Outsourcing) কি এবং কেন করা হয়। আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়া। এই কাজ হতে পারে পণ্যের শুধু ডিজাইন করা অথবা সম্পূর্ণ উৎপাদন অন্য প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয়া। আউটসোর্সিং এর সিদ্ধান্ত সাধারণত নেয়া হয় উৎপাদন খরচ কমানোর জন্য। অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবেও আউটসোর্সিং করা হয়। অন্যদিকে অফশোর আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করিয়ে আনা। প্রধানত ইউরোপ এবং আমেরিকার ধনী দেশগুলো অফশোর আউটসোর্সিং করে থাকে, যার মূল লক্ষ্য হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করা। মূলত তথ্যপ্রযুক্তি নির্ভর কাজগুলো (যেমন - ডাটা প্রসেসিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, টেকনিকাল সাপোর্ট ইত্যাদি) অফশোর আউটসোর্সিং করা হয়। যেসকল দেশ এই ধরনের সার্ভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ইউক্রেইন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপিনস, রাশিয়া, পাকিস্থান, পানামা, নেপাল, বাংলাদেশ, রোমানিয়া, মালয়শিয়া, মিশর এবং আরো অনেক দেশ।


ফ্রিল্যান্সিং:
এবার দেখে নেয়া যাক, ফ্রিল্যান্সিং (Freelancing) কি এবং কিভাবে একজন ফ্রিল্যান্সার (Freelancer) হওয়া যায়। ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। গতানুগতিক ৯টা-৫টা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবদ্ধ নয়। ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়। আপনার সাথে যদি থাকে একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ তাহলে যেকোন জায়গাতে বসেই আপনি ফ্রিল্যান্স আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন। হতে পারে তা ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্ট্রি বা কেমবলমাত্র লেখালেখি করা।


ফ্রিল্যান্স মার্কেটপ্লেস:
ইন্টারনেটে অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যারা আউটসোর্সিং এর সুযোগ সৃষ্টি করে দেয়। এই সকল সাইটকে বলা হয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সাইটে দুই ধরনের ব্যবহারকারী থাকে। এসব ওয়েবসাইটে যারা কাজ জমা দেয় তাদেরকে বলা হয় Buyer বা Client এবং যারা এই কাজগুলো সম্পন্ন করে তাদেরকে বলা হয় Freelancer, Provider, Seller অথবা কোন কোন ক্ষেত্রে Coder. একটি কাজ সম্পন্ন করার জন্য একাধিক ফ্রিল্যান্সাররা আবেদন করে, যাকে বলা হয় বিড (Bid) করা। বিড করার সময় ফ্রিল্যান্সাররা কাজটি কত টাকায় সম্পন্ন করতে পারবে তা নিজ নিজ সামর্থ অনুযায়ী উল্লেখ করে। এদের মধ্য থেকে ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারে। সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ এবং বিড করার সময় ফ্রিল্যান্সারের মন্তব্যের উপর ভিত্তি করে ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে নির্বাচন করে থাকে। ফ্রিল্যান্সার নির্বাচন করার পর ক্লায়েন্ট প্রজেক্টের সম্পূর্ণ টাকা ওই সাইটগুলোতে এস্ক্রো (Escrow) নামক একটি একাউন্টে জমা করে দেয়, যা কাজ শেষ হবার পর সাথে সাথে ফ্রিল্যান্সারের পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। কাজ শেষ হবার পর ফ্রিল্যান্সারকে সম্পূর্ণ প্রজেক্টটি ওই সাইটে জমা দিতে হয়। এরপর ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের কাজটি যাচাই করে দেখে। সবকিছু ঠিকঠাক থাকলে ক্লায়েন্ট তখন সাইটে একটি বাটনে ক্লিক করে কাজটি গ্রহণ করে। সাথে সাথে এস্ক্রো থেকে অর্থ ওই সাইটে ফ্রিল্যান্সারের একাউন্টে এসে জমা হয়। সম্পূর্ণ সার্ভিসের জন্য এসময় ফ্রিল্যান্সারকে কাজের একটা নির্দিষ্ট অংশ (১০% বা ১৫%) ওই সাইটকে ফি বা কমিশন হিসেবে দিতে হয়। এরপর মাস শেষে সাইটটি ফ্রিল্যান্সারের আয়কৃত অর্থ বিভিন্ন পদ্ধতিতে তার কাছে প্রেরণ করে।
নিচে কয়েকটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সাইটের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল:

গেট-এ-ফ্রিল্যান্সার

(www.GetAFreelancer.com)
বৈশিষ্ট্য:
•এই সাইটে রেজিষ্ট্রেশনকৃত মোট প্রোভাইডার বা ফ্রিল্যান্সারের সংখ্যা হচ্ছে সাড়ে আট লক্ষের উপর।
• সাইটে প্রতিদিন দুইশত এর উপর নতুন প্রজেক্ট আসে এবং সবমিলিয়ে প্রতিদিন গড়ে নয় হাজার প্রজেক্ট বিড করার জন্য উন্মুক্ত থাকে।
•সাইটটির সার্ভিস চার্জ হচ্ছে প্রতিটি কাজের মোট অর্থের ১০%।







সুবিধাসমূহ:
•গোল্ড মেম্বারদের জন্য কোন সার্ভিস চার্জ নেই। প্রতি মাসে মাত্র ১২ ডলার পরিশোধ করে গোল্ড মেম্বার হওয়া যায়।
•নতুন ইউজারদের জন্য এই সাইটে ট্রায়াল প্রজেক্ট নামে একটি বিশেষ ধরনের কাজ পাওয়া যায় যাতে শুধুমাত্র নতুন ফ্রিল্যান্সাররাই বিড করতে পারে। ফলে এই সাইটে প্রথম কাজ পেতে একজন ফ্রিল্যান্সারকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না।
অসুবিধাসমূহ:
•এখানে এস্ক্রোতে টাকা জমা রাখা বাধ্যতামূলক নয়, যা সম্পূর্ণভাবে বায়ারের ইচ্ছার উপর নির্ভর করে।
•এই সাইটে বিড করার ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা রয়েছে। একজন সাধারণ মেম্বার প্রতি মাসে ১৫ টি প্রজেক্টে বিড করতে পরে আর গোল্ড মেম্বারদের জন্য এই সংখ্যা হচ্ছে ১৬০টি।

স্ক্রিপ্টল্যান্স

(www.ScriptLance.com)
বৈশিষ্ট্য:
•এই সাইটে মাত্র তিন হাজার সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে যারা অন্তত একটি কাজ সম্পন্ন করেছে।
•প্রতিদিন গড়ে ১৫০টি নতুন প্রজেক্ট আসে এবং এই মূহুর্তে মোট উন্মুক্ত প্রজেক্ট পাওয়া যাচ্ছে ১৮০০ টি।
•এখানে সার্ভিস চার্জ অন্যান্য সাইট থেকে তুলনামূলকভাবে কম, মোট অর্থের ৫%।
সুবিধাসমূহ:
•সার্টিফাইড প্রোগ্রামারদের জন্য কোন সার্ভিস চার্জ হচ্ছে ২.৫%। প্রতি মাসে মাত্র ২৫ ডলার পরিশোধ করে সার্টিফাইড প্রোগ্রামার হওয়া যায়।
•এই সাইটে ফ্রিল্যান্সারদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটি ফোরাম রয়েছে।
অসুবিধাসমূহ:
•গেট এ ফ্রিল্যান্সার সাইটের মত এখানেও এস্ক্রোতে টাকা জমা রাখা বাধ্যতামূলক নয়, যা বায়ারের ইচ্ছার উপর নির্ভর করে।

রেন্ট-এ-কোডার

(www.RentACoder.com)
বৈশিষ্ট্য:
•এই সাইটের ফিচার গেট-এ-ফ্রিল্যান্সার এবং স্ক্রিপ্টল্যান্স থেকে অনেকটা ভিন্ন। যদিও এই সাইটিতে নতুনদের প্রথম কাজ পাওয়া কিছুটা কষ্টসাধ্য কিন্তু এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের কাজে খুব জনপ্রিয়।
•রেন্ট-এ-কোডার এ প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার কোডার রেজিস্ট্রেশন করেছে।
•এই সাইটে প্রতিদিনই প্রায় ২৫০০ এর উপর কাজ বিড করার জন্য উন্মুক্ত হিসেবে পাওয়া যায়।
•সাধারণ কাজের ক্ষেত্রে সার্ভিস চার্জ হচ্ছে মোট অর্থের ১৫% এবং বোনাস প্রজেক্টের ক্ষেত্রে এই চার্জ হচ্ছে ১০%। উল্লেখ্য, বোনাস প্রজেক্ট হচ্ছে সেই সব প্রজেক্ট যাতে বায়ারকে এস্ক্রোতে কোন অর্থ জমা রাখতে হয় না এবং কাজ শেষে কোডারকে সরাসরি মূল্য পরিশোধ করে।
 



সুবিধাসমূহ:
•এস্ক্রোতে অর্থ জমা রাখা এই সাইটে বাধ্যতামূলক। কাজ শুরুর পূর্বে বায়ার প্রজেক্টের সম্পূর্ণ অর্থ এস্ক্রোতে জমা রাখে, যা কাজ শেষে কোডারের অর্থ প্রাপ্তি শতভাগ নিশ্চিত করে।
•এই সাইটে একজন ফ্রিল্যান্সার ইচ্ছেমত যে কোন প্রজেক্টে বিড করতে পারে।
•এই সাইটের নিয়মকানুন অন্য সাইটগুলো থেকে কিছুটা কঠিন, যা পরিশেষে বায়ার এবং কোডারের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ প্রদান করে।
অসুবিধাসমূহ:
•সাইটটির সার্ভিস চার্জ অন্যান্য সাইট থেকে তুলনামূলকভাবে বেশি।
•অন্য সাইটের গোল্ড মেম্বার ফিচারের মত কোন সুবিধা এখানে নেই।
•নতুনদের জন্য এই সাইটে আলাদা কোন সুবিধা নেই, ফলে প্রথম কাজ পাওয়াটা এই সাইটে তুলনামূলকভাবে সময়সাপেক্ষ।

আজ এ পর্যন্ত , আশা করছি খুব সহসাই  আবার দেখা হবে এ সম্পর্কিত আরো বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে পরবর্তী পোস্টে । ততক্ষণ অবধি ভালো থাকবেন , আনন্দে থাকবেন ..............


Wednesday, October 26, 2011

Some New Ways to Earn Money Smartly

To Earn Money Smartly from Home you have to be studious and as well as laborious as because you need to be innovative with the new ideas for the changing time. It is very much essential to be a patient reader and observer to cope with the updated technology to get the best outcome from it.

So you want to ditch your corporate cubicle and join the ranks of web workers? But you have a mortgage, maybe a dependent or two, and a taste for Venti Mochas from Starbucks? You can make money in the new economy, though it might not be as easy or cushy as keeping your old economy job.
 
I’m not talking about advertising or affiliate marketing or selling your junk on eBay. Those are so last millennium! I’m talking about the new new economy.

1. Offer your professional expertise in an online marketplace.These days, you can do more than just sell your old books via Amazon and your old Coach handbags via eBay—now you can sell your professional capabilities in a marketplace. No longer are you limited to looking for a permanent or contract job on Web 1.0 style job sites like Monster or CareerBuilder. The new breed of freelancing and project-oriented sites let companies needing help describe their projects. Then freelancers and small businesses offer bids or ideas or proposals from which those buyers can choose.

Elance covers everything from programming and writing to consulting and design, while RentACoder focuses on software, natch. If you’re a graphic designer, check out options like Design Outpost or LogoWorks–you don’t have to find the customers, they’ll come to you. Wannabe industry analysts might sign up for TechDirt’s Insight Community, a marketplace for ideas about technology marketing.

2. Sell photos on stock photography sites. If people regularly oooo and aaaaah over your Flickr pics, maybe you’re destined for photographic greatness or maybe just for a few extra dollars. It’s easier than ever to get your photos out in front of the public, which of course means a tremendous amount of competition, but also means it might be an convenient way for you to build up a secondary income stream. Where can you upload and market your photos? Try Fotolia, Dreamstime, Shutterstock, and Big Stock Photo.

3. Blog for pay. Despite the explosion of blogs, it’s hard to find good writers who can turn around a solidly-written post on an interesting topic quickly. GigaOM is always looking for bloggers with great content ideas and solid writing skills. How do you get noticed? Comment and link to blogging network sites. Write blog posts that are polished and not overly personal (although showing some personality is a plus).

4. Or start your own blog network. If you like the business side of things–selling advertising, hiring and managing employees, attracting investors–and have the stomach to go up against the likes of Weblogs, Inc., GigaOmniMedia, b5media, maybe you should make an entire business out of blogs. Don’t make the mistake of thinking you’ll get a lot of time to write yourself though.

5. Provide service and support for open source software. Just because the software is free doesn’t mean you can’t make money on it–just ask Red Hat, a well-known distributor of Linux that sports a market cap of more than four billion dollars. As a solo web worker, you might not want to jump in and compete with big companies offering Linux support, but how about offering support for web content management systems like WordPress or Drupal? After getting comfortable with your own installation, you can pretty easily jump into helping other people set them up and configure them.

6. Online life coaching. Who has time to go meet a personal coach at an office? And don’t the new generation of web workers need to be met by their coaches in the same way that they work: via email, IM, and VoIP? You could, of course, go through some life coaching certification program, but on the web, reputation is more important than credentials. I bet Tony Robbins isn’t certified as a life coach–and no one can argue with his success. For an example of someone building up their profile and business online as a coach, check out Pamela Slim of Ganas Consulting and the Escape from Cubicle Nation blog.

7. Virtually assist other web workers. Freelancers and small businesses desperately need help running their businesses, but they’re not about to hire a secretary to come sit in the family room and answer phone calls. As a virtual assistant, you might do anything from making travel reservations to handling expense reimbursements to paying bills to arranging for a dog sitter. And you do it all from your own home office, interacting with your clients online and by phone. You can make $20 and up an hour doing this sort of work, depending on your expertise.

8. Build services atop Amazon Web Services. Elastic computing on AWS is so cool… and so incredibly primitive right now. Did you know that you can’t even count on your virtual hard drive on EC2 to store your data permanently? That’s why people are making money right now by offering services on top of AWS. Make it easier for people to use Amazon’s scalability web infrastructure like Enomaly has with elasticlive, a scalable web hosting platform built on AWS.

9. Write reviews for pay or perks. If you blog for any length of time on a particular topic–parenting, mobile phones, or PCs, for example–you will likely be approached to do book or product reviews. You can get free stuff this way, but are you selling your soul? Is there any such thing as a free laptop? These are decisions you’ll have to make for yourself, because no one agrees upon what ethical rules apply to bloggers. Even less do people agree on services like PayPerPost that pay you to write reviews on your blog. Check out disclosure rules closely and see whether such a gig would meet your own personal standards or not.

10. Become a virtual gold farmer. A half million Chinese now earn income by acquiring and selling World of Warcraft gold to gamers in other countries. If you’re not a young person living in China, this probably isn’t a viable option for you. But what’s intriguing about it is the opportunity to make real money working in a virtual economy. People are making real-world money in Second Life too.

So, find out your choice/s and keep focus on it to achieve the goal you set for you. Be patient and work with in yourself for the best of best and CheerS!!!!



Popular Posts

Get Chitika | Premium
http://signup.clicksor.com/pub/index.php?ref=160573
Add to Technorati Favorites Technology Blogs - BlogCatalog Blog Directory Blog Directory by Blog Flux earn money smartly,make money, earning with google adsense TopOfBlogs Msn bot last visit powered by MyPagerank.Net Yahoo bot last visit powered by MyPagerank.Net Add to Webwag Add to Google Reader or Homepage Internet Blogs
free counters